নবাবগঞ্জে মহান মে দিবস পালিত
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমানের অংশগ্রহনে উপজেলা পরিষদ গেট থেকে র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিযন (১১৬৭) নবাবগঞ্জ শাখার সভাপতি মো. জমশেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. রায়হানুল কবির রানা, যুগ্ন আহ্বায়ক শানুজ্জামান, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মতিবুর রহমান প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- রাজ-১১৬৭, নবাবগঞ্জ শাখা, বাসস্ট্যান্ড কমিটি, নবাবগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২১৬৮, নবাবগঞ্জ থানা ইজিবাইক অটোচালক সমিতি শ্রমিক ইউনিয়ন, নবাবগঞ্জ থানা রিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- রাজ-১৭১৬/৯৮, নবাবগঞ্জ থানা শাখা, বাংলাদেশ সংযুক্ত পরিবহন শ্রমিক ফেডারেশন রেজিঃ নং- ১৮৪৫ ও নবাবগঞ্জ বহুমুখী পরিবহন চালক শ্রমিক ইউনিয়ন। রামপুর বাজার চার্জার অটোবাইক মালিক সমিতি।
Comments
Post a Comment