Posts

নবাবগঞ্জে বাল্যবিয়ে পড়ার অপরাধে ইমামসহ ৪ জনকে আটক করেছে ইউএনও

Image
অলিউর রহমান মেরাজ:নবাবগঞ্জ দিনাজপুর দিনাজপুরের নবাবগঞ্জে বাল্যবিয়ের পড়ানোর আয়োজন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমান পুলিশ ফোর্সসহ গভীর রাতে অভিযান পরিচালনা করে মসজিদের ইমামসহ ৪ জনকে আটক করেছে। এরা হলো উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের মসজিদের ইমাম সাইদুর রহমানের পুত্র রেজাউল করিম, জগদীশপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র ফজলুল হক, মেয়ের পিতা মশফিকুর রহমান, সাবু মিয়া উভয়ের গ্রাম নলেয়া। উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান জানান, মেয়েটি মোগরপাড়া বারুনী উচ্চ বিদ্যালয়ের পড়–য়া ছাত্রী। অভিযানের কারণে বাল্যবিয়ের কুফল থেকে রক্ষা পেল শিক্ষার্থী।

নবাবগঞ্জে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত জনসাধারণ সরকারি ১০টি দপ্তর চলছে ভারপ্রাপ্ত দিয়ে

অলিউর রহামান মেরাজ:নবাবগঞ্জ দিনাজপুর  দিনাজপুরের নবাবগঞ্জে দীর্ঘদিন থেকে উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরে সহকারি কমিশনার (ভুমি) সহ ১০টি পদ চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এর কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত জনসাধারণ। জানা গেছে, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. আরাফাত হোসেন অন্যত্র বদলি হওয়ায় তার দপ্তরটি উপজেলা নির্বাহী অফিসারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে। উপজেলার ৯টি ইউনিয়নের ভুমি সংক্রান্ত খাজনা খারিজ, মিউটেশন, ডিসিআর সহ বিভিন্ন কাজ করতে প্রতিদিন অফিসে আসে। উপজেলার নির্বাহী অফিসার তার দপ্তরের কাজের ব্যস্ততায় চাহিদা মাফিক সময় দিতে পারেন না। এছাড়াও উপজেলা সরকারি বরাদ্দের অতীব গুরুত্বপূর্ণ দপ্তর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর এখানে হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সালাম পদোন্নতি নিয়ে অন্যত্র বদলি হলে সেই দপ্তরটিও চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এ বিষয়ে অধিদপ্তরে যোগাযোগ করা হলে অডিটর মো. আলী আকবর জানান, কর্মকর্তা না থাকলেও সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু রেজা আসাদুজ্জামান জানান, ৯টি ইউনিয়নে ২৭ জন উপ সহকারি কৃষি কর্মকর্তা পদ রয়েছে। সেখানে রয়েছে ১৮ জন। ৯ জনের পদ শূন্য রয়েছে। ...

দিনাজপুর ৬ আসনে নৌকার বিজয় ছিনিয়ে নিতে পারবে না কেউ এমপি শিবলী সাদিক

Image
অলিউর রহমান মেরাজ:নবাবগঞ্জ দিনাজপুর দিনাজপুর ৬ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। দেশ স্বাধীনের পর বৃহত্তর ৬ আসনে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন সংসদ সদস্য শিবলী সাদিক। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের পাঠানগঞ্জ এলাকায় ৪টি গ্রামের বিদ্যুৎ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক উপরোক্ত কথাগুলো বলেছেন। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আজাদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, পল্লী বিদ্যুৎ ২ এর নবাবগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম মো. আইয়ুব আলী প্রমুখ।

নবাবগঞ্জে বিলুপ্তর পথে বাঁশ শিল্প

Image
অলিউর রহমান মেরাজ  নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় বাঁশ বাগানের পরিমাণ দিন দিন অনেকটাই হ্রাস পেয়েছে। যার ফলে পরিবেশের যেমন, ক্ষতি হচ্ছে তেমনি আর্থিক লাভ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। বাঁশকে গরিবের কাঠ বলে আখ্যায়িত করা হয় কারণ গ্রামের গরীব মানুষ বাঁশ দিয়ে ঘরবাড়ি তৈরী করে। আর বাঁশ গ্রামীণ কুটির শিল্পের প্রধান কাঁচামাল। শুধু তাই নয়, বাঁশ কাগজ ও রেয়ন শিল্পেরও প্রধান কাঁচামাল। দেশের অর্থনীতিতে বাঁশের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে প্রায় ৩৩ জাতের বাঁশ পাওয়া যায়। বন-জঙ্গলে মুলি, মিতিঙ্গা, ডলু ও নলি বাঁশ পাওয়া যায়। এসব বাঁশের ছিদ্র মোটা ও দেয়াল পাতলা। গ্রামে বরাক, বড়ুয়া, বেতুয়া, তললা, মাকলা, মরাল,বেঁড়া ইত্যাদি বাঁশ জন্মে। এসব বাঁশের ছিদ্র সরু ও দেয়াল মোটা। স্থানীয় কৃষক নজরুল ইসলাম জানান, আগে জমির দাম কিছুটা কম থাকায় বাঁশ ঝাড়গুলো সংরক্ষিত ছিলো। এখন জমির দাম অনেক বেড়ে যাওয়ায় বাঁশ ঝাড় কেটে জমি বিক্রি করা হচ্ছে। এসব জায়গায় গড়ে উঠেছে বসতিসহ নানা স্থাপনা। এছাড়া ইটভাটার জ্বালানি হিসেবেও ব্যবহৃত হচ্ছে বাঁশ,বাঁশের গোড়া-মুথা। বাঁশ বাগানের মালিক সাজেদুল ইস...

নবাবগঞ্জে মহান মে দিবস পালিত

Image
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়। আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমানের অংশগ্রহনে উপজেলা পরিষদ গেট থেকে র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিযন (১১৬৭) নবাবগঞ্জ শাখার সভাপতি মো. জমশেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. রায়হানুল কবির রানা, যুগ্ন আহ্বায়ক শানুজ্জামান, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মতিবুর রহমান প্রমুখ। র‌্যালিতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- রাজ-১১৬৭, নবাবগঞ্জ শাখা, বাসস্ট্যান্ড কমিটি, নবাবগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২১৬৮, নবাবগঞ্জ থানা ইজিবাইক অটোচালক সমিতি শ্রমিক ইউন...

নবাবগঞ্জে রিক্সা-ভ্যান শ্রমিকদের বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Image
অলিউর রহমান মেরাজ  নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলে রিক্সা-ভ্যান শ্রমিকদের বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল বুধবার দুপুরে নবাবগঞ্জ থানা রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন আয়োজিত বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন, আমজাদ হোসেন, ডাঃ মোশারফ হোসেন, সাদেকুল ইসলাম, নবাবগঞ্জ থানা ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

নবাবগঞ্জে মাঠ দিবস পালিত

Image
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রধিনিতি: দিনাজপুরের নবাবগঞ্জের শালখুরিয়া ইউনিয়নের তিখুর বাজারে ৩০ এপ্রিল সোমবারে উপজেলা কৃষি সস্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ...