নবাবগঞ্জে বাল্যবিয়ে পড়ার অপরাধে ইমামসহ ৪ জনকে আটক করেছে ইউএনও
অলিউর রহমান মেরাজ:নবাবগঞ্জ দিনাজপুর দিনাজপুরের নবাবগঞ্জে বাল্যবিয়ের পড়ানোর আয়োজন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমান পুলিশ ফোর্সসহ গভীর রাতে অভিযান পরিচালনা করে মসজিদের ইমামসহ ৪ জনকে আটক করেছে। এরা হলো উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের মসজিদের ইমাম সাইদুর রহমানের পুত্র রেজাউল করিম, জগদীশপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র ফজলুল হক, মেয়ের পিতা মশফিকুর রহমান, সাবু মিয়া উভয়ের গ্রাম নলেয়া। উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান জানান, মেয়েটি মোগরপাড়া বারুনী উচ্চ বিদ্যালয়ের পড়–য়া ছাত্রী। অভিযানের কারণে বাল্যবিয়ের কুফল থেকে রক্ষা পেল শিক্ষার্থী।